Header Ads

Header ADS

Computer Tips & Tricks , কম্পিউটারের মজার টিপস সবাই ব্যবহার করে দেখেন

কম্পিউটার বা ল্যাপটপ আমাদের এখন নিত্য সঙ্গি, আজকে আমি মজার একটি টিপস শেয়ার করছি।


ধরুন আপনি আপনার কম্পিউটারটি ওপেন করলেন এবং সে আপনাকে "ওয়েলকাম জানালো" কিংবা বললো "এই কম্পিউটারে আপনার পারমিশিন নাই" কিংবা মজা করে আপনার গার্ল ফ্রেন্ড/ফ্রেন্ড কে নিয়ে একটা উক্তি বললো। অথবা আপনি আপনার বন্ধুর কম্পিউটারে এমন কিছু করলেন যে আপনার বন্ধু যখন কম্পিউটারটি ওপেন করলো সে আপনার সেট করা একটা ওয়েলকাম সাউন্ড শুনতে পেল !  কেমন হবে একটু ট্রাই করে দেখি।

প্রথমে আপনার ডেক্সটপে টেক্সট ফাইল ওপেন করেন এভাবে

এবার আপনার ডেক্সটপে একটি টেক্সট ফাইল তৈরি হবে। সেই ফাইলটা ওপেন করুন এবং লিখুন


আমি এখানে Welcome To Basic Technology Channel লিখেছি, আপনি আপনার পছন্দমত একটা
বাক্য এখানে লিখতে পারেন। এখানে যে বাক্যটি আপনি লিখবেন সেটা কম্পিউটার ওপেন হওয়ার সাথে কম্পিউটার আপনাকে বলবে।

এবার এই ফাইলটাকে .txt ফাইলে সেভ না করে .vbs Extension দিয়ে  এভাবে সেভ করুন।

এরপর


আমার ফাইলটি ডেক্সটপে সেভ হয়ে গেল 
এখন এই ফাইলটি একটা ফোল্ডারে নিয়ে রাখতে হবে।

কীবোর্ড থেকে Win+R প্রেস করুন। আর টাইপ করুন shell:startup এবার একটি ফাইল ওপেন হবে।
তারপর আপনি আপনার ডেক্সটপ থেকে আপনার তৈরি করা ফাইলটিকে কপি করে এখানে রাখেন।


আপনার কাজ মুটামুটি শেষ। এখন আপনি চলে যান Control Panel এ এখান থেক Sound অপশনে যান এভাবে

এরপর sound অপশন থেকে windows default বাদ দিয়ে no sound সেট করে দিন। 


আপনার কাজ শেষ, এবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিন তারপর ম্যাজিক দেখেন। আপনার দেয়া সেট করা ওয়েলকাম টোন অর্থাৎ welcome to Basic technology channel বলবে।

টিপস টি কেমন লগলো কমেন্ট করে জানাবেন,  ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

No comments

Powered by Blogger.